আমি আসছি তোমার শহরে
যার আলো-বাতাস,মাটির গন্ধে,
তোমার বেড়ে উঠা,
যার অলিতে গলিতে লেগে আছে
তোমার পায়ের ছাপ।


আমি আসছি তোমার শহরে
যার দালান কোঠায় তোমার
আজন্ম বসবাস।
যার প্রতিটি রেঁস্তোরার বিরিয়ানির ঘ্রাণে
জুড়ায় তোমার প্রাণ।


আমি আসছি তোমার শহরে
যেখানে কবিতাগুলো দুমড়ে-মুচড়ে পড়ে
তোমার অভিমানী চোখে।
যেখানে খোলা হাওয়ায় ভাসে
কিছু বিরহের সুর।


আমি আসছি তোমার শহরে
যার বুক চিরে বয়ে যায়
খর স্রোতা নদী।
যার রাজপথের ব্যস্ততায় হারায়
হৃদয়ের কোলাহল।


আমি আসছি তোমার শহরে
যেখানে কেটেছে তোমার শৈশব-কৈশোর,
যৌবন আছে মিশে।
যেখানে তোমার স্বপ্ন গড়েছে
জীবনকে ভালোবেসে।


আমি আসছি তোমার শহরে
যেখানে সীমাহীন আনন্দে বাঁচে
রঙধনুর সাত রঙ,
যেখানে বৃষ্টি মুখর বিকেল শেষে
সন্ধ্যা তারা হাসে।


রচনাকালঃ ১০/০৩/২০১৬