আবার নতুন কোন হাতছানি...
নতুন পথ চলা।।
স্বপ্ন বুনা;আর-
স্বপ্নের বেড়াজালে হারিয়ে যাওয়া।
বাস্তবতাকে আরেক বার মাটি চাপা দেয়া!!


হোক না আবার-- স্বপ্নের সমাধি;
দোষ কী তাতে?
স্বপ্ন বুনবে..স্বপ্ন চলবে..স্বপ্ন মরবে...
প্রকৃতির নিয়ম।চিরায়ত ধারা।
আমি তো নিয়মের বাইরে নই!


এক দীর্ঘকাল কেটেছে ঘোর অমানিশায়--
দিবালোক পড়ুক তবে এবার কপালে,
হোক না তার তীব্র তেজ রশ্মি..
ভস্ম যেন না হই -শুধু এ প্রার্থনা।।


রচনাকালঃ ১৭/০৩/২০১৩