দূর্গম পথ পাড়ি দেই
দূর্জয় করি জয়,
সাহসী হয়ে এগিয়ে যাই
করি নাকো ভয়।


কষ্টকে ভয় নেই আর
পথ চলি এগিয়ে,
প্রয়োজনে মরতেও রাজী
যাব না আর পিছিয়ে।


অন্যায় সব প্রতিহত করবো
নতুন শপথ নিয়ে,
সারা বাংলা সাহস যোগাবে,
কর তালি দিয়ে।


সব বাঁধা পেরিয়ে,আমরা-
নতুন কিছু করবো,
হয় শহীদ হবো,নতুবা-
বীরের মতো বাঁচবো।


শক্ত হাতে গড়ে তুলবো
দুর্বার এক আন্দোলন,
দৃঢ় চিত্তে এই হোক
আমাদের মুক্তির পণ।


রচনাকালঃ ১৫/০৪/২০০১