অনেকই তো ঘুরে বেড়ালাম সুখের সন্ধানে,এখন-
দেয়ালে পিঠ ঠেকেছে আমার,
     দুঃখকে আর আমি করি না ভয়।
মাঝে মাঝে ভাবি, কী লাভ বেঁচে থেকে?
যে জীবনে আনন্দ এক দূর্লভ বস্তু,সেখানে-
     সুখ চাওয়াটা কি অপরাধ নয়?


কষ্টের বোঝা ভারি হতে ক্রমশঃ ভারি হচ্ছে
অনেকই তো সহ্য করলাম নীরবে,কিন্তু-
     ধৈর্যের সীমা হারিয়ে ফেলেছি আজ।
কতো হজম করেছি যন্ত্রণা- আর কতো অপমান?
মনে মনে ভাবি- কোন আশায় টিকে আছি!
     শুনতে পাই না কেন ওপারের আওয়াজ?


শত কষ্টেও পেয়েছি এক সুখ পাখি- 'প্রেম'
প্রেমের পরশে অবগাহন করেছি স্বপ্নীল ভুবনে,তবে-
     ক্ষণিকের জন্য তা সুখ দিল আমায়!
প্রিয়তমই যখন বেছে নিল ছলনার আশ্রয়
বেঁচে থেকে কী লাভ এ পৃথিবীর বুকে?
     আজ মন বারেবারে হারায় অজানায়।।


রচনাকালঃ ১১/০৪/২০০৪