লক্ষ্যহীন জীবন আমার;জানি না-
কোথায় যাচ্ছি! কোত্থেকে আমার শুরু?
সময়ের স্রোতেই যেন বহমান!
জানি না কোথায় এর শেষ!
কী যেন ভেবে ভেবেই কাটছে সময়
যেন হারিয়ে গেছি কোন এক শূন্যতায়।
পথ হারিয়ে ক্লান্ত পথিক এক।
মন উড়ে যায় দূর দেশে,আর-
আস্তাকুঁড়ে পড়ে বিক্ষত হয় দেহ।


স্বপ্ন দেখেই কেবল কাটে অগণিত মুহূর্ত,
পাড়ি জমাই নিরুদ্দেশে লক্ষ্যহীন হয়ে!
হয়তো এ লক্ষ্যহীনতা ই-
নষ্ট করে দেয় সকল স্বপ্নের ভ্রুণ!
তবু উত্তর খুঁজে বেড়াই বারেবার-
কোত্থেকে আমার শুরু! কোথায় শেষ?


রচনাকালঃ ১৩/১২/২০০৫