এখানে খুঁজেছি--ওখানে খুঁজেছি,
পাই নি কোথাও--
তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত,
নিরাশ মনে তাই কতো ফিরেছি ঘরে!


অতঃপর--
বাদল দিনের এক সন্ধ্যায়--
মনে পড়েছে তোমার মধুর সুর;
তোমাকে খুঁজেছি কেবল আমারই মাঝে,
পেয়েছি; অবশেষে আমাতেই পেয়েছি তোমায়!!


বাদলের ঝর ঝর শব্দ,আর-
তোমার চলার ছন্দ-- দু'টোকে মিলিয়েছি,
হার মেনেছে বৃষ্টির রিমঝিম সুর,
মনে ধরেছে তোমার ছন্দ।।


তুমি আজ অন্য পানে,আমি এখানে
তবু তোমাকে খুঁজে পাই আমারই মাঝে...
আমার চোখে কেবল তুমিই ভাসো,
নিঃশ্বাস কথা বলে তোমার সাথে- গোপনে!


দূর থেকেই তুমি আছো আমার অনুভবে,
আমার সকল ব্যস্ততার সূত্র তুমি,
সমস্ত অবসরের সঙ্গী তুমি,
আমার দিবা-নিশির স্বপ্নও তুমি।


আমার প্রতিটি ভোরের সূর্য তুমি,
প্রতিটি দুপুরের ক্লান্তি তুমি
প্রতিটি বিকালের নির্জনতা তুমি,
অস্থির রাতের অনিদ্রাও তুমি..!


আমি আজ এখানে-
তুমি হয়তো দূর কোন দেশে,
তবু আমাতেই আমি খোঁজে পাই তোমায়..!!


রচনাকালঃ ২৬/০৫/২০০৬