পুরো নাম: দেবাশীষ দাশ দিপন।


ইচ্ছে ছিল পড়ালেখা শেষ করে অনেক বড় কিছু হব।পড়ালেখা শেষ।রুটি রুজিতে ব্যস্ত।তবু এখনো সেই দৌড়ে আছি।আকাশে ভাসার রঙীন স্বপ্ন নিয়ে যে পথ চলা শুরু,সে পথের যেন কোন কিনারা নেই।তবু স্বপ্ন দেখি।স্বপ্ন বুনি।স্বপ্ন আঁকি।মনের খোরাক মেটাতে কিছু লেখার চেষ্টা করি।এগুলোকে আমি কবিতা বলতে পারি না।আমি শুধুই লিখি।লেখার হাতেখড়ি ক্লাস সিক্সে থাকতে হয় ১৯৯৭ সালে।মাঝখানে বেশ কয়েকবছর লিখতে পারি নি।এই সাইটে হাজারো কবির সান্নিধ্যে এসে কিছু শিখতে পারব আশা করছি।সবার কাছে প্রশংসার পাশাপাশি সমালোচনা মূলক মন্তব্য আশা করছি।প্রশংসা যেভাবে কবিকে অনুপ্রেরণা দেয়,গঠনমূলক সমালোচনা  দেখায় নতুনের পথ।


ঠিকানা: মৌলভীবাজার,বাংলাদেশ।


ভাল লাগা: লেখালেখি আর খেলাধূলা।


এই প্রথম লেখা কোথাও প্রকাশ হচ্ছে।এর আগে প্রকাশের চেষ্টাও করা হয় নি আসলে।


পাশে আছি।আপনাদেরকে পাশে পেয়ে ভাল আছি।


সকলের ইচ্ছার পূর্ণতা প্রাপ্তি হোক।
আমার পাতায় আপনাদের স্বাগতম।।
ধন্যবাদ।