লুকিয়ে লুকিয়ে আর কতো কাল, বলো তো?
অপ্রকাশিত প্রেমগুচ্ছ আর প্রস্ফুটিত হবে কবে??
কেশরাশিতে আমার শ্বেত বর্ণের মরচে ধরছে!
মুঠোফোনে ফিসফিস..
চুপি চুপি চুটিয়ে আড্ডা..
শহরতলীর দূরে অজানা রেস্টুরেন্টে লুকোচুরি!
মুঠোফোনের কি-বোর্ডে বন্দী ভালোবাসা!!
আতঙ্ক-আশংকায় জর্জরিত সময়।।


সময় ভারী হবে যতো হোক,
আমি স্বস্তির হালকা নিঃশ্বাস একটু ফেলতে চাই..
খোলা আকাশের নিচে.. বৃষ্টি কিংবা প্রখর রোদে।
ফুচকার প্লেটে কিংবা বিরিয়ানির গন্ধে
আমি চাই দুনিয়ার সবচে বেশি স্বতঃস্ফুর্ততা।


সম্পর্কে আলো-ছায়ার খেলা নয়
আমি চাই সমস্ত ভীড়ে কোন স্বকীয়তা।
রিক্সায় চড়ে হাতে হাত ধরে
গোধূলীকে চিবিয়ে খেতে চাই আপন মনে
সন্ধ্যাতারাকে নামিয়ে আনতে চাই তোমার কাঁধে।
এক ফালি চাঁদের আয়নায় তোমার মুখের প্রতিফলনে
আমি ভাসতে চাই এক জোনাকি ভরা নির্জনে!


আমাকে তুমি ভয়-ডর হীন
এক চিলতে ভালোবাসা দাও...!


(২৩/০৭/২০১৭)