আমরা শ্রমিক ,আমরা কর্মী
আমরা গান গাই মেহনতি মানুষের ।
মাথার ঘাম পায়ে ফেলে যারা
পেটের ক্ষুধার সামগ্রী উৎপাদন করে ;
যারা এই বিরাট পৃথিবীটাকে মানুষের
বসবাসের উপযোগী করে তোলে ;
তাদেরকে জানাই আমাদের শত কোটি সেলাম ।
এই সুন্দর পৃথিবীটা কার ?
যারা এই পৃথিবীটাকে সুন্দর করে তুলেছে ,
তাদের ? না, যারা কোন অবদান না রেখেই
পায়ের উপরে পা তুলে বসে বসে
এই পৃথিবীটাকে ভোগ করতে চায়, তাদের ?
পৃথিবীতে বিপ্লব এসেছে বারবার ।
কিন্তু ন্যায্য দাবী আদায়ে অনেকেই
সম্পূর্ণভাবে সফল হতে পারেনি ।
তাই নতুনভাবে আবার বিপ্লব শুরু হবে ,
মেহনতি মানুষরা, যারা এখনও এই পৃথিবীতে
শোষিত বঞ্চিত হয়ে রয়েছে, তারা
সোজা হয়ে রুখে দাঁড়াবে ।
বলবে – এই পৃথিবীটাকে ভোগ করার
ন্যায্য অধিকারী আমরাই ।
আঁতকে উঠবে পিপু ফিসুর দল ।
লড়াই আরম্ভ হবে বুদ্ধির আর মেহনতের ।
আবার বুদ্ধিহীন মেহনত ,
সেও তো ঠুঁটো জগন্নাথের মতো ।
তাই একদিন শ্রমজীবী ও বুদ্ধিজীবী উভয়েই
হাত ধরাধরি করে বলে উঠবে
আমরা সবাই বাঁচতে চাই ।
নিজেরা ভালভাবে বাঁচবো, অপরকেও
বাঁচতে দেবো , কাউকেও না ঠকিয়ে ।
তারপর আরম্ভ হবে এক নতুন যুগ ।
দূর হয়ে যাবে সকল অন্ধকার ।
শ্রমজীবীর শ্রম আর বুদ্ধিজীবীর বুদ্ধি
এই দুই ডানা মেলে ,আনন্দের বান ছড়িয়ে
আমরা  উড়ে যাবো একবিংশ শতিকার
অপূর্ব সুন্দর এক নূতন দিগন্তে ।