গভীর রাত্রে ঘুমটা ভেঙ্গে গেলো
দূর থেকে ভেসে এলো হক্কা হুয়া শব্দ।
ভয়ে বুকটা ধড়াস করে উঠলো ।
হঠাৎ যেন শুনতে পেলাম একটা হাসির শব্দ ;
হাঁ হাঁ হাঁ হাঁ ; হিঁ হিঁ হিঁ হিঁ ।
চীৎকার করে বলে উঠলাম –কে,কে তুমি ?
উত্তর এলো ভয় পেয়োনা , আমি কবিতা ।
আমি এসেছি তোমাকে মারতে নয় ; রক্ষা করতে ।
তোমার ভিতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে ।
তোমার মাধ্যমেই আমি প্রকাশিত হবো
নানা ভাবে , নানা রূপে ও নানা ছন্দে ।
আমার জাগরণে তুমি হয়ে উঠবে
একজন জনপ্রিয় মানুষের মতো মানুষ ।
আর হতাশায় আচ্ছন্ন সাধারণ মানুষেরাও
তোমার কবিতার মাধ্যমে খুঁজে পাবে তাদের
বেঁচে থাকার অবলম্বন ; খুঁজে পাবে
তাদের চির আকাঙ্ক্ষিত
মুক্তির পথ ।