বাস্তব বড় কঠিন
লোহার মতো শক্ত,
অবাস্তব বড় কোমল
তুলার মতো নরম ।
বাস্তবকে মনে হয়
যেন কন্টক শয্যা,
অবাস্তবে অনুভব করি
ফুলশয্যার আন্ন্দ।
তাই, অবাস্তবকে নিয়েই বানাই
কল্পনার ফুলঝুড়ি,
যা আমাকে নিয়ে যায়
ক্ষণিকের তরে সুখের স্বর্গে,
মনে হয় জীবনের
সার্থকতা তো এতেই ।
বাস্তবের বেড়াজালে
আবদ্ধ হয়ে গোঙানোর চেয়ে
অবাস্তবের প্রাসাদে বসে আমি
হয়ে থাকি রাজাধিরাজ ।
তবে যদি কেউ
উদ্ধারকর্তা হয়ে আমাকে
দেখাতে চায়
নতুন জীবনের স্বাদ;
সে ডাকে আমি
নিশ্চয়ই সাড়া দেব,
কারন অবাস্তবকে নয়
বাস্তবকে নিয়ে থাকাই
তো আসল জীবন ।
        ---