আমি একটি ঝুনো নারিকেল
আমার ভিতরে আছে
সুমিষ্ট  জল ও শাঁস।
কিন্তু শক্ত আবরণের জন্য
তা কেউ জানতে পারেনা ।
তাইতো আমাকে শুনতে হয় –
তুমি কিছ্ছূ জানোনা,
তোমার দ্বারা কিছ্ছূ হবেনা।
কিন্তু আমি বিশ্বাস করি –
আমার ভিতরে রয়েছে
পৃথিবীর অনেক অজানা বিস্ময়।
কোন ঝানু ঝহুরী যদি থাকে,
তবেই সে পারবে
আমাকে করতে  আবিষ্কার ।
বিধাতার দৈববাণী তখন
হয়ে উঠবে সার্থক
একটি কমলের আর্বিভাবে।
পৃথিবীর সকল মানুষের অন্তর
নেচে উঠবে আনন্দে
যার ঢেউ ছড়িয়ে পড়বে
সারা বিশ্ব-ব্রহ্মাণ্ডে।
লক্ষ লক্ষ পুণ্যাত্মারা
করবে শান্তিতে নির্বাণ লাভ।