চে-লা


তোমার যুদ্ধের মূলমন্ত্র
তুমি তো বোঝোনি ওদের ষড়যন্ত্র


ওরাই তোমার হাতে তুলে দিয়েছে মারণঅস্ত্র
সাথে দিয়েছে দুই বন্ধু রাউল ও কাস্ত্রো


ভোগবাদী নাকি পুজিবাদী
আজ কাদের জন্য তুমি মাকসবাদী?


বিপ্লবী পেয়েছো অবহেলা
ওরাই বানিয়েছে তোমায় চে-লা
তবু তুমি বোঝোনি


ও চে তুমি কী লিখছো ডাইরিতে?
কয়জন প্রিয়জন হারালে এই ভ্রমন কাহিনীতে।।


এ বিশ্ব করে নিঃস্ব
এ বিপ্লব কী থামবে ?


তোমায় করে বন্দি নিরস্ত্র হাতে
কাপুরুষেরা সাতটা গুলি চালিয়েছে কাঁধে


এখনও কী এ যুদ্ধ শেষ হল ?
তোমার সাথে সাথে একটা রুপকথা চিরন্তন বিশ্রামে চলে গেল।