পেশায় শিক্ষক তিনি সুদীপ্ত চৌধুরী;
জন্ম এক সুশিক্ষিত বনিয়াদি ঘরে।
কোমল হৃদয় তাঁর ছড়ায় মাধুরী;
দরদ-ভরা কথায় প্রাণ যায় ভরে।


ইংরেজি সাহিত্যের আদর্শ শিক্ষক;
তাঁর শিক্ষাদানে বাড়ে পঠনের মান।
পর্যটন, গ্রন্থ পাঠ তাঁর বড় শখ;
দায়িত্ব পালনে তিনি বড় নিষ্ঠাবান।


মননে মেধাবী তিনি বিমূর্ত প্রতিভা;
সকলের প্রিয়জন ঈর্ষা নেই মনে।
বিপদে ভরসা তিনি রজনী কি দিবা;
সকলেই মুগ্ধ তাঁর সৎ আচরণে।


প্রজ্ঞাবান ব্যক্তি তিনি সাহিত্যে পণ্ডিত;
সর্বক্ষেত্রে অনায়াসে গড়ে দেন ভিত।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৭ই মে, ২০২২।
কলকাতা, ভারত।