আকাশের মুখ ঢাকা মেঘের চাদরে;
রিমঝিম ঝিরিঝিরি বৃষ্টির পশলা
হয়তো পড়বে ঝরে পৃথিবীর 'পরে।
তবুও কিসের ভয়ে শুকিয়েছে গলা?


গাছগুলো একপায়ে শঙ্কায় দাঁড়িয়ে;
সোনালি দিনের হাসি হয়ে গেছে ম্লান।
দেখেছি রঙিন স্বপ্ন তোমাকেই নিয়ে;
আমার হৃদয়খানি ভেঙে খান খান।  


কথা ছিল দেখা হবে শরতের রাতে ;
প্রকৃতির ভ্রুকুটিতে শঙ্কিত হৃদয়।
হয়তো হবে না দেখা তোমারই সাথে;
মনের গভীরে আজ জমেছে সে ভয়।


আকাশের মুখ ঢাকা মেঘের চাদরে;
আমার দু'চোখ থেকে অশ্রু ঝরে পড়ে।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ১লা কার্ত্তিক, ১৪৩০ বঙ্গাব্দ।
ইংরেজি: ১৯শে অক্টোবর, ২০২৩।