তুমি ফিরবে বলে এ সময়ে দাঁড়িয়ে
আমার আমি এখনো যায় নি হারিয়ে,
তোমার তুমি সযত্নে রেখেছি সাজিয়ে
বিরহ বিবাগে দেখি নিজেকে দেখিয়ে।
তুমি ফিরবে বলে ঐ সীমানা পেরিয়ে
অপেক্ষার ফুলমালা যায় নি শুকিয়ে,
জানলায় বৃষ্টি মুখ দেখছে বাড়িয়ে
আসছো? এখনো দূরে, হৃদয় ভরিয়ে।  

তুমি ফিরবে বলে এ তো পাগল পারা
লাগছে স্বপ্নের ঢেউ প্রেমে আত্মহারা,
সোনালী স্মৃতির ছবি বলে কত কথা
প্রকৃতির সাঁজোয়ায় ভুলে যায় ব্যথা।
তুমি ফিরবে বলেই তোমার অধীন
আমার আমি হয়েছে বিশ্বাসে বিলীন।