অনেক ভাবনার পর
তোমার কথা মনে হল;
আমি এখন ধর্মতলায় বসে
সেই ভাবনার কথা লিখছি ।

একে একে সমস্ত বিন্দু
এক সাথে যোগ করে নিয়েছি
তবু কিছুতেই রেখার হদিশ পাচ্ছি না ।

কিছুক্ষণ পরে আমার কাজ এসে যাবে
আমাকে এগিয়ে যেতে হবে
কোন এক পথ ধরে ।
বিন্দুগুলো মুছে যাবে
রেখাও আঁকাবাঁকা হয়ে
হারিয়ে যাবে দিক-চিহ্নে ।

কিন্তু আমার সমস্ত ক্ষেত্র জুড়ে থাকবে তুমি
আর সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দুও হবে তুমি ।
              -০-০-০-০-
             ২২.৫.২০১৩