সকাল বেলায় ফুলের মেলায়
শিশিরের রেখা ধরে
মৌমাছি সব করে কলরব
মধু খেতে গান করে।


গুনগুন করে রেণুর উপরে
খেলা করে দলে দলে
পুবের আকাশে আলোর বাতাসে
আসে আর যায় চলে।


ফুল গুলি ফোটে খুশিটুকু লোটে
খিল খিল করে হাসে
একে অপরের যেন সফরের
ওরা শুধু ভালোবাসে।


পৃথিবী বাগানে ফুল সব আনে
এমন জীবন শোভা
মন ভুলে যায় ফুলের খেলায়
দেখি যত মনোলোভা।


রঙের বাহার ফুল সমাহার
আছে ওই চারিদিকে
তাই এ বিশ্ব হয় নি নিঃস্ব
রঙহীন সাদা ফিকে।