মিথ্যে কথা ছেড়ে এবার সত্যি বলো তুমি
জীবন চলার পথে তবে গড়বে নিজের ভূমি,
মিথ্যে মানে ছলনা হয় অন্যের কাছে নিজে
সারা জীবন নষ্ট স্বরূপ মিথ্যে মাটি ভিজে।


লোভ লালসার পিছে পিছে আসে মিথ্যে কথা
অলীক সুখের ভাবনা জীবন বাড়ায় শুধু ব্যথা
মিথ্যে বালির চোরা প্রাসাদ ভাবছে শান্তি আশা
আসলে তা পশুর বাঁচা পায় না ভালোবাসা।


সত্যের পথে চললে আসে বিপত্তি ও বাধা
পথের শেষে তবু আছে পরম জীবন সাধা,
মিথ্যে করে সত্যের সাথে মন বেসাতি ফন্দি
জীবন তখন বারে বারে মনের কষ্টে বন্দী।


সবার সাথে মিলেমিশে থাকলে হাসি মুখে
সত্যের পথে জীবন তোমার থাকবে পরম সুখে
জীবন চলার আঁকা বাঁকা পথটি হবে সোজা
বাঁচার মজা খুব সহজে যাবে তখন বোঝা।


বিশ্বাসে হাত রাখলে হাতে সত্য আসে সাথে
ভালোবাসা আঁকড়ে ধরে প্রেমের মালা গাঁথে,
সত্য যদি বলতে বাধে চুপটি করে থাকো
মিথ্যে কথার মুখোশ তুমি কেন এঁটে রাখো।