সহ্যের গায়ে ঠেস লাগিয়ে আরামে ছিলাম আমি
বড়াই রাজা প্রায়ই করে যায় হঠাৎ পাগলামি
ডিগবাজি খায় দূরে দেখা সম্পদের বাহার
বলে শুধু ওগুলোতেই করব আমি আহার


মনের সাথে মন লাগিয়ে মন যোগানো তেল
মাথার মধ্যে ঢুকিয়ে নেয় রাস্তায় পড়া নভেল
যতটা দূর চলতে পারে ততই সুখের খেত
নিজের হাতে নিজেই আমি শান্তি উচ্ছেদ


রঙ্গ যাদুর বঙ্গ খেলায় সঙ সাজাটাই খেলা
গুণের আমি গুণের তুমি সামনে আসার মেলা
বিক্রিবাটা বাড়ছে খুব আ হু আ হু মন্ত্রণার
মগজাস্ত্র লাফিয়ে ওঠে খনন করে যন্ত্রণার


বাহ দাদা বাহ, আমাকে ফেলে ওই অত্ত উপরে
ভেলকি দেখো খাস তালুক নষ্ট কেমন করে।