সবুজ শ্যামল এই পৃথিবী
হয়ে গেছে রুক্ষ
ইট পাথরের জমছে পাহাড়
কমছে শুধু বৃক্ষ।


অক্সিজেনের হচ্ছে অভাব
প্লাস্টিক চারিদিকে
তচনচ করা প্রকৃতিতে
জীবনটা আজ ফিকে।


জলে রেতি বাতাসে বিষ
শুষ্ক হচ্ছে মাটি
আবর্জনার স্তুপ হয়েছে
কেমিক্যালের ঘাঁটি।  


মানুষ ভাঙছে প্রকৃতিকে
হীন সভ্যতার নামে
নিজের কবর নিজে খুঁড়ছে
নিজের মৃত্যু দামে।