মনের আগুন মনের ভেতর
মনকে পোড়ায় ইচ্ছে মতন
যে পোড়ে সে ভালই জানে
বাঁচা মরার জীবন যেমন।


সুখের বাসায় শান্তি আশায়
বেঁচে থাকার এই তো মানে
আপন জনের আপন কথায়
প্রেমের জোয়ার স্বপ্ন আনে।


কষ্ট কথায় ব্যর্থ নেশায়
আঘাত দেওয়া ঘৃণার যাপন
অবহেলার মোহ ক'জন
সইতে পারে মনের যাতন।


বিচ্ছেদ এলে ভালোবাসায়
মানুষ ফেরায় মানুষ মুখ
মনের ভেতর টগবগিয়ে
উথলে ওঠে অশান্তি সুখ।


হায়রে মনের গৌর গোপাল
এই বসবাস হৃদয় রতন
আগুন হয়ে ফোটায় ফাগুন
প্রেমিক পলাশ মনের মতন।