মেঘের সঙ্গে বসবাস তাই
বাসনা ঝরে যায় ফোঁটায় ফোঁটায়
সূচীপত্রের বেদনা ভুলে যাই
সুপ্রভাতের রাঙানো সূর্য বেলায়
গাছেদের হাসি খিলখিলিয়ে
ফুলের গড়নে ফলের রস বার্তায়
অঙ্কুর মেশা আগামী পত্র
দূর সংলাপে শুধু মোহ মেশায়
আঁকড়ে ধরা মাটিটুকুতেই
হৃদয়ের সুর তাল বেতালে বাজে
সবাই চলেছে জোড়ে জোড়ে
জুড়ে দিতে সান্নিধ্যের মোক্ষ মাঝে।