চলে যেতে যেতে পেছন ফিরে তাকাও
আমাকে সরিয়ে রাখার ভান করে যাও
মনে তবু কিসের যেন থেকে যায় টান
ফিরে এসো ফিরে এসো ওগো অভিমান।

কি হয়েছিল কি যে হবে আর মনে নেই
ভুলে যাওয়া নদীতীরে ব্যথা বাড়ায় সেই
না দেখতে পাওয়া এইটুকু কষ্টের মান
চাইছে হৃদয় ওগো ফিরে এসো অভিমান।

ফেলে গেছো যে ফুল সে সবই তোমার
ছড়িয়ে আছে পরশ তোমার এ ঘর দুয়ার
ভেবে দেখো এ পৃথিবী শুধু আমাদের প্রাণ
বলছি আবার ফিরে এসো ওগো অভিমান।