ভাতের যোগাড়ে সাধারণ করছে হাঁসফাঁস
তারই মাঝে হুল ফোটায় ধর্মের নাগপাশ।


ধর্মের অপমানে ধর্মীয় ঝাঁপায় প্রতিশোধে
মানুষ ধর্মের লুণ্ঠন, থাকে না তার বোধে।


সাধারণের মনে ছড়িয়ে ধর্মের ভয় ভীতি
ধ্বজাধারীরা চালায় ক্ষমতার ধর্ম নীতি।


মুখের কথায় সম্বন্বয় ও সম্প্রীতি উস্কানি
সাধারণের ভালো করার থাকে ভাবখানি?


পাওনা গণ্ডা পিছিয়ে পড়া মিথ্যে বোঝায়
খেতে না পেলে নেয় না খাওয়ার দায়।


ধ্বংসের এ খেলায় ক'জন জানে ধর্ম কি?
সাধারণ দাবার বোড়ে পোহায় সব ঝক্কি।


যার যায় তার যায় হিংসা লোটে ফায়দা
বাঁচার কথায় ধর্ম দেখায় উল্টো কায়দা।


ধর্ম বাদ দিয়েও কর্মে আছে অনেকেই
তাদের জন্য পৃথিবী উদার, অলক্ষ্যেই।  


মানুষ এনেছে ধর্ম ধর্মেই মানুষ লাঞ্ছিত
ধর্ম আজ বড় হল আর মানুষ অবাঞ্ছিত?


এই নাগপাশ মানুষকেই ভাঙতে হবে
মানুষ পরিচয়ে ধর্ম থাকে না অনুভবে।।