কেন তুমি আমাকে গেলে ভুলে ?

প্রতিটি আশাতে জড়িয়ে থাকা স্বপ্নের ইমারতে
তোমাকে রাঙিয়ে আলোর খেলা,
রূপ-রস-গন্ধে
হৃদয়ের আঁখি তারা,
পাখির কূজনে সেই হারিয়ে যাওয়া
দিনের বিনম্র অবকাশ;
সবটুকু
উড়িয়ে দেওয়া ঘরের নিকানো ধুলো

ফেলে দিতে চাইলেই কি ফেলে দেওয়া যায়?

আমার এই নির্জন বিন্যাসে
খেলা করে তোমার ছায়া,
এসো তুমি এসো, আবার পূর্ণ হয়ে এসো
যেয়ো না ভুলে।

কেন তুমি আমাকে গেলে ভুলে?