এই পথে যাইনি আমি ওই পথে হারাইনি
এই কথা বলিনি আমি ওই কথা শোনা হয়নি
শুধু ভেবেছি লোকে কি বলবে?


এই কাজ করিনি আমি ওই কাজ করাইনি
এই দেখা দেখিনি আমি ওই দেখা দেখাইনি
শুধু ভেবেছি লোকে কি বলবে?


এই গান গাইনি আমি ওই নাচ নাচিনি
এই আঁকা আঁকিনি আমি ওই হাসি খুশি হয়নি
শুধু ভেবেছি লোকে কি বলবে?

এইখানে আসিনি আমি ওই সুখে দুঃখে ভাসিনি
এই ভাঙা ভাঙিনি আমি ওই জোড়া লাগাইনি
শুধু ভেবেছি লোকে কি বলবে?


এই নতুন বানাইনি আমি ওই পুরাতন মেনেছি
এই বসা বসিনি আমি ওই দাঁড়ানো শিখেছি
শুধু ভেবেছি লোকে কি বলবে?


এই লোক, কেন আমি নই? ওই লোকও কেউ না,
এই আমি কেন নিজেকে শিখাইনি ওই সামাজিকতা?
ভাবনার অতলে নিজের বসবাস
সামাজিক সমুদ্রে গড়েছি অথৈ আবাস,
গড্ডালিকার অকালকুষ্মাণ্ড এক।
শুধু ভেবেছি লোকে কি বলবে?