সরু আলপথ সবুজ ধানখেত
দূরে তালগাছ সারি
দীঘি টলমল পদ্ম শালুক
ছোটো কুঁড়ে বাড়ি।


ঝিঙে মাচায় ফিঙে শালিক
দোয়েল শ্যামা টিয়ে
সকাল হলেই কতজন যায়
এই সেই পাড়া দিয়ে।


গাছের ছায়ায় পথিক হাঁটে
হাজার রকম কাজে
বাঁশবন ঝোপঝাড় পুকুরের ঘাট
আছে এদের মাঝে।


ঝিলের জলে চুপটি করে
বক একা মাছ ধরে
খালের ধারে মাঠ ফসলে
ইঁদুর খেলা করে।


বইছে হাওয়া গাছের পাতায়
সবুজ শান্তি ঘেরা
এই আমার গ্রাম এই আমার দেশ
বিশ্বে সবার সেরা।