মাঠ ভরা ধান সবজি বাগান
ফসল ফলেছে বেশ
সবুজ বনানী জোছনায় ভরা
এই আমাদের দেশ।


পদ্ম শালুক আরো কত ফুল
চারিদিকে রোজ ফোটে
পূবের আকাশ আলোর মুকুটে
প্রভাত সূর্য ওঠে।


ছোটো ছোটো ঘর তাল গাছ সারি
আল পথ গেছে দূরে
মিষ্টি বাতাস সাগর বেলায়
আলগোছে গায় সুরে।


শিউলি শিশিরে ঘাসে আর রোদে
কত রামধনু আঁকে
আলো পড়ে থাকে ছায়া মেখে মেখে
গাছ পাতাদের ফাঁকে।


শালিক চড়ুই কিচিরমিচির
কোকিলের কুহু রেশ
নদীর কিনারে উদাস দুপুর
এই আমাদের দেশ।