আমার হৃদে বসত করে
বন্ধু যে ছয় জনা
মনের ঘোরে খুঁজতে তাদের
মন করে আনমনা।


হাট বাজারে তারাই করে
খুব কাণ্ড কারখানা
তাদের সাথে থেকে আমি
আর করি না মানা,


আমার কাজের দোষ ও গুণে
ওরা বলে, আছি
ওরাই আবার দ্বন্দ্ব করে
পালায় কাছাকাছি।


ভুলের মাঝে খুঁজে বেড়াই
এসো বন্ধু এসো
আমার পাশে থেকে তোমরা
আমায় ভালোবেসো।


ছয় বন্ধুর এই বসবাসে
আমি বন্ধু সবার
পৃথিবীতে বন্ধুরা সব
শান্তি আনব আবার।