অমর একুশ বাংলা ভাষায়
শহীদ গাঁথা মালা
মাতৃভাষার ভালোবাসায়
হৃদয় বরণ ডালা।


এই ভাষাতেই গ্রামে গঞ্জে
মাঠে ঘাটে ঘরে
কৃষক মজুর অফিস বাবু
কথা বলেন জোরে।


মাঝি মাল্লা বাউল কবি
টুসু জারি সারি
গলা ছেড়ে গাইছে বাংলা
যে যতটা পারি।


বাংলা আমার প্রাণের ভাষা
দীপ্ত হৃদয় সুরে
আবার সবাই বল না জোরে
বিশ্ব বাংলা ঘুরে।