বইয়ের পড়ার সাথে সাথে
নিলে জীবন দীক্ষা
তবেই তুমি মানুষ হবে
পাবে আসল শিক্ষা।


যা দেখো তাই সঠিক দেখা
সত্য কথা বলা
পরের জন্য ভাবতে শেখা
উচিত পথে চলা।


পাশাপাশি কষ্ট ব্যথা
নিজের অনুভবে
ব্যবহারে অন্যের সাথে
বুঝে নিতে হবে।


গুরুজনে সম্মান করা
আদব কায়দা যত
সমাজ বদ্ধ জীবন যাত্রা
বাঁচতে মানুষ মত।


এমন কত বোধ ও বুদ্ধির
নিলে জীবন দীক্ষা
তবেই তুমি পূর্ণ মানুষ
বাঁচার আসল শিক্ষা।