এযাবৎ প্রকাশিত কবিতা সংরক্ষণ (ম্যানুয়ালি) একটি টাইম সাপেক্ষ বিষয়। যদি আপনার অল্প কবিতা থাকে তা হলে
http://www.bangla-kobita.com/dipankar/rss.xml
এমন একটি লিংক থেকে আপনি আপনার কবিতা গুলো কপি করে নিতে পারবেন।
তবে এ ভাবে একটি নির্দিষ্ট সংখ্যক কবিতা পাওয়া যায়। বেশী সংখ্যক কবিতা থাকলে তা সময় করে ম্যানুয়ালি কপি করে নেওয়া ভালো।


এবার আমি নিজস্ব কথা বলি; আমি নিজে উপরোক্ত প্রক্রিয়ায় সব কবিতা কপি করতে পারিনি। কিন্তু আমি নিজে পেশা গত কিছু সুবিধে পাই, তার মধ্যে  নিজস্ব কম্পিউটারের প্রোগ্রামিং ও কিছু জটিল সফটওয়্যার এর ব্যবহার। তা কাজে লাগিয়ে আমি আমার সব কবিতাই কপি করে নিতে পেরেছি।
আমি দরকার মতন সাহায্য করতে পারি কিন্তু কিছু অসুবিধের কথা আমি জানিয়ে রাখতে চাই:
১) এ প্রক্রিয়ার দ্বার কপি হওয়া পেজ গুলো তে প্রচুর ট্যাগ থাকে সে গুলো ম্যানুয়ালি পরিষ্কার করতে হবে। সেই কাজ টি নিজে করে নিলে সুবিধা হয়।
২) কবিতার সব শব্দ/অক্ষর ( যুক্তাক্ষর ) সঠিক ভাবে প্রকাশ নাও পেতে পারে
৩) একটু সময় সাপেক্ষ
৪) কপি করা ডকুমেন্টের ফরম্যাট ডক বা পি ডি এফ নাও হতে পারে, (তবে আমার ক্ষেত্রে নোট প্যাড / ওপেন অফিস পেজ এ খুলছে। ওয়েব পেজ হিসাবেও ওপেন করা যাবে।
৫) আমার নিজস্ব সময় অভাবের জন্য সকলের অনুরোধ নাও রাখা যেতে পারে তার জন্য আমি এখনি দুঃখ প্রকাশ করে নিচ্ছি।


ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।