১।
জানালায় বসে থাকা কাক গুলোর মধ্যে আমিও ছিলাম।


জানালার চোখে জমছে ঘুম
পর্দা সরিয়ে আলো
                          কে?                
আমার সাথে সেই কাকটিও রয়েছে
যে, তোমার বারো বছর বয়সে তোমাকে প্রেমপত্র দিয়েছিলো।


২।
যদি জানত; এই সন্ধেতে নাগরদোলায়
জাপটে ধরে ভয়। তা হলে
            ওঠা
        নামা
দূরে জমিয়ে রাখতাম।


যে কাকটি তোমায় প্রথম চুমু খেয়ে ছিল
সে, একমনে তোমার ঠোঁটের দিকে তাকিয়ে।


৩।
থাবা চাটা বিড়ালের মতন
নিঃশব্দে বসে আলিঙ্গন করে
                               ব্যালকানি।
পুরানো সোফাতে                 একটা অসম্পূর্ণ যাত্রা


সামনে থেকে নদী চলে গেলে
ঝিমাতে থাকা কাক


উসকে দেয় মাঝি-মল্লার গান।