১।
পাথর হয়ে বসে থাকি স্নানঘাটে। পুরানো এবং নিশ্চল। রাত নামিয়ে স্নানযাত্রীদের উদ্দেশ্যে বাড়িয়ে দেই আলোর উদ্দেশ্যযাত্রা। তারা আমার উদ্দেশ্যে বিলিয়ে দেয় অনভিপ্রেত রাত্তিরবাস।


২।
প্রতিদিন রোজনামচায় লিখে রাখি খিদের কথা। পুরানো ডাইরি গুলো দিন-কে-দিন ক্ষুধার্ত বাঘের মতন গর্জন করে। অন্ধকারে আমি পেন হাতে বসে থাকি। নিঃশ্বাস বন্ধ করে ভাবি; মৃত আমাকে ওরা আর খাবে না।


৩।
যে কবিকে কেউ চেনে না; তার ডাইরির ফুটনোটে লেখা নাম


তাকে শুধু কবিতা চেনে


৪।
উঠে দাড়াই না। বেশ করে মাটি মেখে নি যাতে মরে গেলে তুমি বুঝতে না পারো মৃতদেহ কোনটি


৫।
পেনসিলে ঘষে ঘষে অনেক রাত সকাল হয়;
ছোপ, বাদামি। বয়ে যায় নিচু হয়ে জল
চোখ।