১।


ঝাঁক বেধে আসছে। আসছে না।
ঠায় দাড়িয়ে। রোদ। ঝলমলে। লাইন
বিষণ্ণ বাতাস গুনে। প্রমোদ। লাইন। বেসামাল


- ও দাদা আর কতক্ষণ?


একটা প্রবেশদ্বার আটকে "যোগ্যতমের বেচেথাকা"
অনাহূত। মাইল খানেক টপকে যাবার ধান্ধা
রসদ। ডেলি খোরাক। খাটি কাচ্চিঘানি ...


২।


মগজে সমুদ্র পুষেছি
কান ভোঁভোঁ। নোনাজল, বালি মাখামাখি
ছায়াতে ভাঙছে ঢেউ। গড়ছে লাইন
জমায়েত। টীকাটিপ্পনী।


একটু এগিয়ে দেওয়া, পড়শি পিসেমশায়ই
জল। তেষ্টা। বিনীত মুখ। সাহায্যের হাত


চোখে জলে এলে বুঝে যাই
সমুদ্র আছে
ভিজে বালিতে মানুষের সমাবেশ
হাসিমুখে ঢেউ ভেঙে এগিয়ে
একটু, একটু বেশী
স্নান


৩।


এপিটাফে লিখে রাখছি পতনের দুর্নিবার ইচ্ছে
ঘাস পাতা মাড়িয়ে হেটে যায় শরীর
মগডাল, লটকে পরা ঘুড়ি। উসখুস।
সন্ধিক্ষণ।
জমা হচ্ছে আনাজপাতি ওষুধবিষুধ মালমসলা চারাগাছ নোনতাবিস্কুট চা জলখাবার ডালভাত বা ভাতডাল গামছা হজমিগুলি জর্দাপান হাতঘড়ি ও ফেভারিট চকোলেট ফ্লেবার।


সামনের দূরত্ব এক ফিট ও সামান্য