১৬)
মগ্নতার গন্ধ দিয়ে সেজে উঠছে, সান্ধ্য ক্যানভাস
এই যে তুলির নগ্নতা
কাঁচামিঠে রঙের আহ্বান
                        অপেক্ষার দূরত্ব ফিতে মেপে
আমাকে সারাজীবন তোমার অন্ধকারে রেখে দাও।


১৭)
লাইব্রেরির তাকের ধুলোতে বুদ হয়ে থাকা
কিছু শব্দ
                                       আক্ষেপ
নির্জনতা বিসর্জন দিয়ে
গোঙানির অনুমতি পায় না
চটির ঘসটানিতে ঘুম ভেঙে জেগে ওঠে
মিনমিনে চাউনি
শব্দে জিভে কেটে
চুপ করা শিখিয়ে যায়।


১৮)
মশারির ভিতর থেকে সমস্ত দৃষ্টিপাত
প্রায় একই রকম লাগে। লালা জড়ানো।
ঠায় দাড়িয়ে থাকা আবছা অক্ষর।
মেঘগলা আকাশ ও পোড়া ইতস্তত ফেলে
চুপ চাপ অন্ধকার আসবে বলে
হিস হিসে
                              অপেক্ষা


১৯)
ধিন চাক শব্দ উড়িয়ে
খোলা হাইওয়ে
তড়কার লঙ্কা কুচি সরিয়ে
এক রাত।
অর্ডারি বাহানাবাজি


ভাঙ্গা খাটিয়ার ধারে জমে ওঠে
আগুনের ছড়ানো স্পর্ধা।


২০)
দেওয়াল জুড়ে অধিকার বোধ
বৃষ্টিমুখর জানলার কাচ সরিয়ে
এক দিন। আকাশের উড়ে যাওয়া দেখো।
শিকারগল্পের সব বর্ণ
উড়ান
উড়ান
জপে।