১১)
ভাঙ্গন ধরেছে; প্রবাহিত মুহূর্ত
একটু থমকে দাড়ায়। যা পারস্পরিক সম্পর্কের
অন্তরালে এক মুঠো অস্বস্তি; মেঘ
জমছে।
                          দোলনায়।


১২)
স্বপ্নের শেষ প্রান্তে দাড়িয়ে, একটা অবুঝ মন
শুধু তোমাকে চাইছিল। ফরমালিনে ডোবানো
কিছু মেঘ
ঈশ্বরীয় ইচ্ছেতে তোমার ব্যালকানিতে
                                         দৃশ্যমান
সব আপাত-দৃশ্যমান।


১৩)
হাত ছাড়িয়ে
মুঠো খুনি বিকেল, বাদামের খোসা ছাড়ায়
হে হে
হাসির সাথে
কফি কাপের
শব্দহীন
কবিতা।


১৪)
এর চেয়ে ভালো তোমার লাল লিপস্টিকের
গন্ধ।                           নাকের তলায়
                                           রক্ত
আমি নৌকা বেয়ে চলে যাচ্ছি।


১৫)
পাতা জানে তার ঝরে পরার দিন
মৃত কুয়ার ধারে জমাট সন্ধে


ফাঁকা টিফিনের গন্ধে ম ম মুগ্ধ
ছাদের চাঁদ


এই মাত্র গুড়ো গুড়ো হয়ে উড়ে গেলো।