১) পুরানো অক্ষর


ক্লান্তির কাছে জমা আছে আমাদের কথা
স্মৃতির গন্ধ নিয়ে এক বুক
পুরানো অক্ষর ... চুমু খেয়ে যায়
একটা একান্ত দুপুর।


মাদুরে আঁচল পাতা
জিরিয়ে নিচ্ছে আমাদের ভালোবাসা।


২) অপারগ


বস্তুত, অধিকারবোধ জন্ম দিয়ে যায় দীর্ঘ লাল সূর্য আর ঝিল জলের দৃশ।
ডিঙিয়ে যাওয়ার বাসনা নিয়ে প্রতি পদক্ষেপ,
সেটাকেও ডিঙাই যেটা তুমি অপারগ বোলো।
কিছু সহমর্মিতা জানান দেওয়ার প্রস্তুতি নেয়, সকাল বিকেল
এখান থেকে নেমে গেলে ঢালু
রাত এখন আর অপরাধ বোধে ভোগে না, আমি জানি
আমি সব সময় ভাবতে থাকি কি ভাবে জ্বেলে দেবো সব প্রদীপ গুলো।


৩) বাড়ি


বাড়ি
উঠান জুড়ে           শ্যাওলা
দু চারটে চারা উঁকি দেয় রোদ পাওয়ার আশায়
কিছু রোদ ফিরে আসে, নদীর ধার থেকে
পুরানো চায়ের পেয়ালায় স্বাগত জানাই তাকে।
আরাম কেদারায় অবশেষ মেখে নেয় চাওয়া পাওয়া
ভিজে সুখের জন্যে রোদের আনাগোনা ।