১)
কষ্ট করে জল তুলচ্ছি
উপরে আরও উপরে
                 টলটলে জল
লম্বা সার দিয়ে দাড়িয়ে থাকা মরশুমি ফুল
রোদের তির্যক চাউনি তে অবশ
দু এক দিন অন্তর অন্তর জল তুলি।
জলের বেশ শান্ত করে আমাদের
                 চারপাশ অবশ করে।


২)
পতঙ্গবালিকা সাইকেলে আসে, সঙ্গে গণিত সহায়িকা
ওড়নাদের উড়িয়ে দেয় অপেক্ষারত বাতাসের জন্য
নাকের কোনায় উজ্জ্বল ঘাম।


খুচখাচ যা ফিরে আসে তেরচা চোখের আকার ইঙ্গিত
এখনো রক-রাস্তায় জমানো আছে হৃদয়
ঠোঁট খুঁজছে তোমার নাম।


৩)
এখন কবিতার জন্য                   বিপ ...
শব্দরা                                   বিপ ...
আত্মা ও ধর্মের জন্য বাতাসকে
জমিয়ে রাখে কালো পাথরের তলায়।
                                আর
জীবন                          বিপ ... বিপ ...
হয়ে সত্যের আড়ালে
মুখ লুকায়।             আমারা জাতে উঠি ...