হত্যার যা যা মূল উপকরণ, সেগুলো চোখের সামনে সাজিয়ে রাখতে রাখতে হত্যাকারী ভাবে - উপযুক্ত স্থান আর সময় এখানে অনুপস্থিত। হত্যাকারী থমকে দাঁড়ায়। রেইকির জন্য নিজেকে আলোর পাশে নিয়ে আসে। সম্ভাব্য টার্গেট চিহ্নিত করে সহজাত অনুভূতি থেকে। লাল ও বাদামি চুল। নীলচে চোখে দুটো হাতে শিরশিরানি ধরিয়ে দেয়; বিচলিত হয়ে ওঠে হত্যাকারী।


আলো ও আঁধারে ঢেউ খেলানো রাস্তা। দূরে গুনগুন করে হেঁটে যায় ছায়ার দৃশ্যমানতা। পুরানো পাতাদের গুড়ো হয়ে উড়ে যাওয়ার আগেই, হত্যাকারী পজিশন নেয়। তার উজ্জ্বল দৃষ্টি দখল নিতে শুরু করে ভিজতে থাকা অদৃশ্য হস্তরেখা। হত্যাকারী কেঁপে ওঠে, মনে মনে দুর্বলতা অনুভব করে। তার হিমশীতল আত্মবিশ্বাস কোথাও উষ্ণ আবেগ ছুঁয়ে দিতে চায়। দ্রুতবেগে ছুটে আসা গাড়ির হেডলাইটের আলো এক ঝটকায় বাস্তবের মাটিতে নামিয়ে নিয়ে আসে। হত্যাকারী নিজেকে সংযত করে, অনভিপ্রেত ভাবনাদের দখলদারি হাঁটিয়ে শিকারির মতন নিজেকে প্রস্তুত করে। সময় ঘন হতে হতে জমাট নিস্তব্ধতা হয়ে ওঠে অন্ধ কার। এই সময়;
এই মুহূর্তক্ষণ;
অপেক্ষা শেষ ... হত্যাকারী সমস্ত ঘৃণা বিদ্যুৎবেগে ধারালো আঘাত হয়ে নেমে আসে ...


একটা কান ফাটানো চিৎকার। হত্যাকারীর চোখে দুমরে মুচরে যাওয়া শরীরের ভঙ্গিমায় সুখ ভেসে ওঠে। লাল ভিজে ওঠা দস্তানায় নোনতা গন্ধ। হত্যাকারীর চোখে চকচক করে ওঠে। হত্যাকারী মুহূর্তগুলো চেটেপুটে নেয়। হঠাৎ, হত্যাকারীর ভয় হয়;       না,          না,            ঘৃণা,        না ...         অস্বস্তি ...            ঠাণ্ডা হতে থাকা মৃতদেহের গন্ধ তাকে তাড়া করতে থাকে। হত্যাকারী দূরে আরও দূরে দৌড়ে চলে যেতে থাকে। ... সে এখনো ঘুমাতে চায়।