১) ভুলোমন


চিঠি লিখতে বসে ঠিকানা হারিয়ে ফেলি।
দাড় করিয়ে রাখি
খামের ভাঁজে লেগে থাকা চটচটে ভুলোমন।


একটা লাইন উঠে চলে যায় জানালার ধারে।
পুকুরের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ না আলো চলে যায়।


এই প্রথম একটা পেন বলল- আজ ছুটি নিলাম।


এবার একবার ই-মেল ট্রাই করি।


২)  উদ্দেশ্য?


কিছু বেমতলবের গল্পগাছা
পাশ ফিরে রোদ্দুর
বারান্দায় ঝুলে আছে ফুল
আজ বুক দুরদুর।


কে আছে? কোথায়? কিভাবে জানাবো
রাত থেকে দিন চেয়ে, কতকাল ভাব-


ভেসে যায় পিয়ানোর টুং টাং
হাত ফসকে রুমাল
জল লোভী কাঁচের গেলাস, ঘামছি
থাক আজ না কাল।


চাপা হাসি। কার জন্য বল! কে উদ্দেশ্য?


৩) বৃষ্টির রঙ


আমি আটকে রইলাম আমার ভিতু শহরের অলিগলিতে।
টিনের ছাদ; শব্দের আর্তনাদ, আর
এক হাঁটু জল ডিঙিয়ে পথ খোঁজে ভেসে যাওয়া
প্লাস্টিক বোতল।
এই যা থাকে আমাদের মফঃস্বলে।
তখন তুমি কোথায়? এক টানা বৃষ্টি ... দূর প্রবাসে
নিশ্চয় রঙিন রেনকোট চাপিয়ে, পা ডুবিয়েয় দেও
লেকের জলে;


খুব জানতে ইচ্ছে করে তোমাদের ওখানে বৃষ্টির রঙ কেমন?


৪) মুষ্টিযুদ্ধ


নিজেকে নিজের প্রতিপক্ষ চয়ন করে, একটি মুষ্টিযুদ্ধ চাইছিলাম। যাই ফলাফল হোক না কেন; আয়নাকে রাখা হোক এই পরিস্থিতির বাইরে। বিষম ও জল খেয়ে ছায়ারা যা একটু কিন্তু কিন্তু করেনে, কিন্তু আপনারা সবই জানেন। এই পরিস্থিতিতে, কম্পালসারি ওয়েটিং এ থাকা বিবেক কিছু বলার সাহস করবে না। যদি এই মওকাতে দু চারটে স্পন্সরশীপ জুটে যায় তা হলে তো ... নিজেকে নিজেই জয়ী ঘোষণা।