১) যা পাই, তাই!


কাঠি লজেন্স চুষে নিতে দিচ্ছে
ফ্রি-বেসিক্স। হাত গড়িয়ে নেমে আসে সন্ধ্যা


"নে্টনিউট্রালিটি"। আহ মোলো যাহ্‌
ওটি খায়। না মাথায় দেয়; ভাসুরঝি? বউ যে বন্ধ্যা


সিরিয়ালে দম বন্ধ হয়ে আসে।
রোজ এলোমেলো বাতাস জুঝে নেয় যৌবনবতী


ফাঁকা রাস্তায়, প্রেমশিল্পের দাপট
এখানে কেউ শব্দ করে না। এখানে সব লালবাতি।


২) অহল্যা


পাথরের ধাপে ধাপে, কিছু আরও পাথর; জমা
অস্তিত্ব বিপন্ন হওয়ার পূর্বে কিছু প্রতিশ্রুতি এসেছিলো
পরজন্মে তোমাদের শরীরের অধিকার তোমাদের হবে।
পরজন্মে তোমাদের কথা, শব্দ, ভাষা, প্রকাশ অধিকার থাকবে।


মাথা উঁচু করে বলতে পারত আমারা প্রতিশ্রুতির পরোয়া করি না
শাপমোচনের লোভে ছড়ে যারা সংগ্রামরত হতে পারত
ঝাঁঝালো প্রশ্নবাণে পর্যুদস্ত করতে পারতো সরকারি সাহায্য
তারা মরণ ঝাঁপ দিলো।


সময়ের গর্ভ থেকে নেমে আসে জীবনের পথ
আমারা হেঁটে চলি, প্রতিটি মোড়ে দাড়াই
খুঁড়ে ফেলি চামড়া, মাংস, রক্ত ... কালো রাতের আঁধার
চাপা, চামড়ার ভিতরে এখনো পাথর আছে।


তাই এবার আগুন লাগানোর প্রস্তুতি ...