আমি জানি সুট টাই পরেও তুমি হিংস্র পশুর মতন গজরাতে গজরাতে আয়নার সামনে দাঁড়াও নিজেকে আহত পশুরাজ ভাবতে ভাবতে লেহন করে নেও কেশররাজি
                                     আয়না ভেঙে পড়েছে আকাশ সমেত।


তোমরা যারা ডলফিন দের আত্মহত্যা দেখতে দেখতে উড়িয়ে দেও গোলাপি রঙের মুদ্রাদোষ তাদের জন্য সুখবর নিয়ে অপেক্ষারত নুনজল সাজিয়ে রেখেছে বালুকাবেলা
                                    আঁধারে সারিবদ্ধ পদচিহ্নের জমায়েত।


গতে বাঁধা রাত শেষ হলে পেঁচাদের মতন নিষ্পাপ দৃষ্টি ছড়িয়ে পড়ে নারকেল পাতার উপর থেকে বহুতল মালকিনের ফ্লাটের দরজায় ভিড় করা সংবাদ পত্রের মিছিলে
                                   চোখ মিথ্যে মিথ্যে অন্ধকার খুঁজে চলে।


কবি তখন নিচের ফুটপাতে বসে শান দেয় কলম। বেচারা অন্ধ হয়েও আলো তাড়া করে বেড়ায়। যে পয়সা নামক পাথরগুলো ছুটে আসে তার দিকে সেগুলো কে গড়িয়ে দেয় ফাঁকা ম্যানহলের দিকে। এখন শুধু সে শব্দের অপেক্ষা করে; তাকে একটি কবিতা লিখতে হবে।