জের-তো এখনও টেনে চলেছি,
পরকাল কে দেখেছে ?
কার আছে সেই অনুভূতি ?
আমি কি দিয়েছি আর কি পেয়েছি
পূর্ব কালে ,
আজ কি তা জানি ?
এসেছি প্রকৃতির কোলে প্রকৃতির অঙ্গরূপে,
আজ আছি, কাল নেই!
বিলীন হবে আত্মার তার-ই যে মাঝে ।


যেন সতত থাকি জীবন-ট্র্যাকে,
ভেঙ্গে না যায় পথ ভ্রষ্টমাঝে,
মহামানবের মহৎ বাণী তাই মানুষ-মাঝে।


জীবনচক্রে উতলা হয় আত্মা উত্তেজনার ভরে,
অতৃপ্ত আত্মা তখন দিক্ভ্রষ্ট  নাবিকের পথে চলে,
আত্মা ছোটে তার শান্তির খোঁজে,
নিরন্তর চলে এঁকেবেঁকে,
শরীর থাকে অথৈ জলের গভীরে,
শান্ত-অশান্তের দোলাচলে নড়ে বারে বারে,
কিংকর্তব্যবিমূঢ় চেয়ে থাকে জীবনের পরপারে।