ভিক্ষুক
- মাসুদ রানা দিলশাদ


অমূল্য স্বপ্নের ভিক্ষুক,
হারানো পথের সাথী...
প্রত্যাশার সন্ধানে ভাসা,
অজানা দেশের মাটি।


কাঁপছে ঠিকানা হাতে,
ভোগের কাটা হারিয়ে।
আশা ভেঙে গেছে সাথে,
পথের কাঁটা ডিঙিয়ে।


দরিদ্র হৃদয়ে অবসান করে,
প্রশ্নের অন্তরালে জুড়ে।
পথের বাঁকে অপলক দৃষ্টি,
ভাঙ্গা চারিদিকে অবাক সৃষ্টি।


চোখে দেখা সৃষ্টির নিখুঁত দালান,
দুর্বল হৃদয়ে মৃদুতা প্রকাশ পান।
অধিকারের কাকলিতে দাস পথ হেঁটে,
স্বপ্ন সৃষ্টির অনাবাগ্নিক অবসানে চেঁটে।


ভিক্ষাটি হৃদয়ে মুদ্রিত আঁকা,
স্বপ্নের বেলা আজ কোথায় পথে খোঁজা।
চিত্তে স্বপ্নের সৃষ্টি চলে,,
দূরে অবসানে মিলে কোথায় অতীতে।