জোয়ার জলে তীর ভাঙা পলিমাটির ডেলা
গায়ে মেখে ডুব দেওয়া নয়  
ছেড়ে দেব বলেছিলাম তোমায় ।


ফাগুন হাওয়ায়, ‘ভালো থেকো’, এই কথাটা
দিতেও পারে বর্ণালি ছটা……
সাঁতরে ধরা অন্য খেয়ার পাটা
দিব্যি আরোপ নয় ।
ছেড়ে দেব বলেছিলাম তোমায় ।

বর্ষাজলে গলিপথ ফোকলা দাঁতের হাসি,  
সামাল দিতে, সজোরে হাত চেপে
নির্বিবাদে এগিয়ে যাওয়া নয় ।
অবাক ঋতুর বিপর্যয়ের গান - চিনিয়ে দিতে হয়  
ছেড়ে দিয়ে পঙ্গু করা নয় ।


‘আমি কেবল আমি’  
ভোর কুয়াশায় ঝরা শিউলি জমে
হলুদ পাতার সাথে ঐ গাছটার তলায়  
বুঝলে নিয়ম কেউ অসহায় নয়
ছেড়ে দিয়ে পঙ্গু করা নয় ।


দেওয়াল জুড়ে ছকের ছবি জমকালো আঁকা
সাংকেতিক রেখা
গ্রহতারার পল-বিপল কৃপা  
ছেড়ে দিলে স্বপ্নে ভাসা শেখায় ।  
ইচ্ছেরা সব পদ্ম হয়ে ফুটুক
দীঘির জল না চাইলে
তা কি কেবল হয় ?  
ছেড়ে দিলে ভুলের মাশুল পাহাড় হয়ে যায় ।  


বকা-ঝকা খিস্তিখেউড় কাকাতুয়ার ঠোঁটে
ময়না ভাঙ্গায় ভোর রাতের ঘুম
পাঠায় সবুজ গোঠে ।  
গলদ যখন চালচুলোতে – তো, তো বুলিতে
ছেড়ে দিলে সমীকরণ, অমিল ঝুলিতে ।


সাঁকোয় দেখা প্রতিচ্ছবি অচেনা মন চরম  
পাতার সাথে বাহারি রঙ খেলায়
বোগেনভিলা শরম ।  
কাশ ফুলের ঝাঁকের ফাঁকে,  প্রকট  নীল আকাশ    
ভেসে চলে টুকরো মেঘের ভেলা ।
টগর জবার দুষ্টু মিষ্টি হাসি
সুড়সুড়ি দেয় ঠিক পায়ের তলায় ;  
দৃষ্টি ভুলের ছলনাটা পরম অসহায় ।


সাবধানী মন যত্ন নিতে হয়……
ছেড়ে দিয়ে বদল আনতে হয় ।