‘বিক্রম’ ফেলেছে ছাপ,  
চাঁদনী চুম্বন…
ভাবি তাই ক’টা দিন
মায়ার বন্ধন ।
ছুঁয়েছি, দেবেও মুছে
উল্লসিত ঢেউয়ের দাপট ;  
হিল্লোলে মাতাল বালি  
প্রভাবে প্রকট ।  


গভীর শান্তি মাখা,  দিনশেষে লুকোচুরি
কত না চাঁদনী রাত ……
খোলামেলা শরীর মনে
হেসেছি যেভাবে । ,  
পালতোলা নৌকো
করেছে কঠিন রসিকতা -
মেপেছে হালের দাঁড় - গভীরতা ।


এই সে চাঁদনীরাত  সঞ্চারী জীবন ;  
লেখা থাকে অনুখন ।
ফিস-ফিস আওয়াজে, তরী বয়
রাখে কথা তটিনী ;  
এই চাঁদ, ওই তুমি
চুম্বনে ভিজেছে শরীর
কেটেছে যামিনী ।


ঢেউদের হাঁকডাক
হাত মাপা দূরে  
লাফ-ঝাঁপ ফেলা ছাপ
মিটে যাবে - বালির কবরে ।