হঠাৎ বলা সব কথাটাই কালবোশেখি ঝড় ;    
ছেলেবেলার রঙ্গিন পাতার খোলামনের আখর ।  
সুপ্ত মনের গুপ্ত কুঠুরিতে
থাকলে রাখ,
নাহ’লে দাও উগরে ।  
চোখের কোণে কালো বিন্দু ছায়া ;
অনেক কাজের ফাঁকে -  
তরকারিতে অল্প স্বাদে নুন,
কিংবা চায়ে থিকথিকে চিনি ;  
ভুলতে গিয়ে তেষ্টা মেটায় জল ।  
মাথা থেকে পা মুড়িয়ে লেপ
শীত-ভোরের রাতে -
মাঝে মাঝে স্বর্গ-সুখের বিবাদ,    
দৌড়ে বেড়ায় পূর্ণিমা চাঁদ সাথে ।
মেলায় ফেরি মস্ত বড় ফানুস -  
হাতটা আছে প্রিয়জনের হাতে
সত্যি মিথ্যে দ্বন্দ্ব নিয়ে
কারুকাজের মুখোশ।    
দেমাক ! দ্বিধা !
ছাদের ভাঙ্গা সিঁড়ি ;  
শেষ ঠিকানা জাঁতা-কলে -    
লাচার আফশোষ ।