ভরা আনন্দে হিংস্র মাতাল,
অপরাধী হাওয়া নিলাজ দাপট ;  
ভবঘুরে যত শীতের পাখীরা -
শিরশিরে হাওয়া ছুঁয়ে ।  
চন্দ্রকিরণে এক্কা-দোক্কা,
খোলামকুচির মাপা টিপ ঘর ;
চটকদারী বিজ্ঞ ভাষণ
বিশিষ্ট মজলিশে ।
  
নিবেদন সাজ - কাটা কলা ভেলা
বহতী স্রোতে মথিত খেলা ;  
গরিমার গর্জনে ।
পদযুগলের স্পর্দ্ধিত নখ,  
উৎপাতে খোঁচা মসৃণ ভাঁজ
নিরীহ প্যাণ্টালুনে ।  

ঘাত-প্রতিঘাতে সাগর সঙ্গম      
ঘোলা চোরাবালি, নিশিডাক ভ্রম ;  
অগভীর তটভূমি ।                
রেকাবি ললিতে নিবু নিবু দীপ,
আশীর্বাদী কালিমার টিপ -    
ভক্তির রণভূমি ।


অনির্বাণের শাশ্বত ব্যথা  
জলতরঙ্গে উচ্ছ্বলতা ;  
মগজের কোষে উংক বিকার -  
খঞ্জনি তাল-নৃত্য ।  
হতাশা মিথুন অম্ল সুধা
উল্কাপতনে আধো আলোছায়া,    
ভাসমান খড়কুটো ।    


ঘন কালো মেঘ, দ্বিধা ভরা সিত,  
আঁখি পল্লবে অসম জড়তা -      
নিশানায় চোখ পাতার আড়ালে,
জলছবি নীল পাখী ।  
দেবালয় ঘিরে মজে যাওয়া সাধ -  
শরীর কাঁপিয়ে ধ্বনিত নিনাদ ;
অটল শিলার, জগতের নাথ  
নিভৃতের মৌমাছি ।